চট্টগ্রাম টেস্টে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সামনে ৫১১ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই টেস্টে জিততে হলে বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে রান তাড়ার রেকর্ড গড়তে হবে।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। যা করার প্রথম ইনিংসেই করে ফেলেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ৪০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ফলে জিততে হলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১১।
এর আগে প্রথম ইনিংসে ৩৫৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল শ্রীলংকা। তাতে গতকালই লংকানদের লিড দাঁড়িয়েছিল ৪৫৫ রান।
এর আগে, সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরেছিল নাজমুল হোসেন শান্তর দল।