শ্রীলঙ্কার কাছে ১৯২ রানে হারলো বাংলাদেশ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১২:১৩ | অনলাইন সংস্করণ

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে লজ্জাজনকভাবে হেরেছিল বাংলাদেশ। এরপর ঘুরে দাড়ানোর লক্ষ্য নিয়েই দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছিল নাজমুল শান্তর দল। তবে চট্টগ্রামেও কাঙ্খিত প্রতিরোধ গড়তে পারেনি টাইগাররা। শ্রীলঙ্কার কাছে ষষ্ঠবারের মতো হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১২ বারের মতো সিরিজ জিতে নিলো লঙ্কানরা।

লঙ্কান বোলারদের আক্রমণের মুখে দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে জয়- শান্ত- জাকির- লিটনদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ৩১৮ রানে অলআউট হওয়ায় ১৯২ রানের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। 

বোলারদের দিক থেকে প্রচেষ্টার কমতি ছিল না। হারের ব্যবধানটাও তাই কিছুটা অন্তত কমে এসেছে। শ্রীলঙ্কার ৫১১ রানের লক্ষ্যে খেলতে নেমে মিরাজের হাফসেঞ্চুরির সুবাদে বাংলাদেশ ৩১৮ রানে গিয়ে পৌঁছতে সক্ষম হয়। মিরাজ অপরাজিত ছিলেন ৮১ রানে। সিরিজটা বাংলাদেশ ২-০ ব্যবধানে হেরেছে।

প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হওয়া শান্ত-লিটনরা দ্বিতীয় ইনিংসেও দলের হাল ধরতে পারেননি। বড় লক্ষ্য তাড়া করতে নামা টাইগারদের হয়ে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলতে পেরেছেন কেবল দুইজন ব্যাটার। ফলে সিলেটের মত সিরিজের দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে হেরে টেস্ট সিরিজে ধবলধোলাই হল টাইগাররা।