ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আজ চেন্নাইয়ে খেলবেন কি মুস্তাফিজ

আজ চেন্নাইয়ে খেলবেন কি মুস্তাফিজ

প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে এই দলে খেলছেন মুস্তাফিজুর রহমান। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটিতে ছিলেন না মুস্তাফিজ। আইপিএলের মাঝপথে হুট করেই বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার জন্য ভিসা সংক্রান্ত কাজ সারতে ঢাকায় আসেন টাইগার পেসার। ফলে কেকেআরের বিপক্ষে আজ ফিজকে মাঠে পাওয়া যাবে কি না, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।

নিজেদের চার বিদেশির কম্বিনেশন নিয়ে কিছুটা বাড়তি ভাবনাই ভাবতে হচ্ছে চেন্নাই সুপার কিংসকে। টানা দুই হারে এমনিতেই ব্যাকফুটে আছে দলটি। নিজেদের মাঠে তাই জয়ে ফেরাটাই বড় চ্যালেঞ্জ দলের জন্য। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চিপাকের মাঠে চ্যালেঞ্জটা তাই একটু বেশি। আবার এই ম্যাচেই ফিরতে পারেন চেন্নাইয়ের একাধিক তারকা।

মুস্তাফিজের জন্য অবশ্য আছে কিছুটা হিসেব। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে মুস্তাফিজের খেলার সম্ভাবনা বেশি। এবারের আসরে নিজের ৭ উইকেটের মাঝে প্রথম ম্যাচে এই মাঠেই ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ফিজ। তাছাড়া হারের বৃত্তে থাকা চেন্নাই জয়ে ফিরতে এদিন একাদশে দেখা যেতে পারে টাইগার পেসারকে। কেননা ঘরের মাঠে বেশ কার্যকরী ফিজ। সবমিলিয়ে, কলকাতার বিপক্ষে মুস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাই বেশি।

চেন্নাই,মুস্তাফিজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত