গত বছরে জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। তবে প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর তুলে নেন তিনি। এরপর বাংলাদেশ ক্রিকেট ইস্যুতে একের পর এক আলোচনায় আসছেন তামিম।
ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার প্রাইম ব্যাংক-আবাহনী ম্যাচ শেষে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে প্রায় দেড় ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন তামিম। এরপর থেকেই গুঞ্জন ছড়ায়, তামিমকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতেই এই বৈঠক।
সম্প্রতি তামিমের জাতীয় দলের ফেরা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। গুঞ্জন উঠেছে, ওয়ানডেতে ফেরা নিয়ে তার সঙ্গে কথা চলছে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ক্রিকেট অপারেশন্সের প্রধান জালাল ইউনুসের।
শান্তর সঙ্গে গতকাল সোমবার তামিম কথা বলেছেন শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিংরুমে। আর জালাল ইউনুসের সঙ্গে তামিমের একান্ত আলাপ হয় বিসিবি কার্যালয়ে। তবে কী নিয়ে তাদের সঙ্গে আলাপচারিতায় মেতেছেন তামিম, সে বিষয়ে পরিষ্কার করে কোনোকিছুই জানাননি শান্ত ও জালাল ইউনুস।
বাংলাদেশ অধিনায়ক শান্ত জানায়, ‘এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যেই থাক। আমি এভাবেই তামিম ভাইয়ের সঙ্গে আড্ডা দিয়েছি।’
তামিম আগেই টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তার নাকি ওয়ানডেতে ফেরারও সম্ভাবনা নেই। বাকি রইল শুধু টেস্ট ফরম্যাট। সাদা পোশাকে তামিমকে ফের ওপেনিংয়ে দেখা যাবে কিনা- সে বিষয়েও স্পষ্ট করে কিছুই বলেননি শান্ত।