টাইগার বোলারদের তোপে চরম বিপদে জিম্বাবুয়ে
প্রকাশ : ০৩ মে ২০২৪, ১৯:২০ | অনলাইন সংস্করণ
বিশ্বকাপের প্রস্তুতি সারতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটিতে আজ মাঠে নেমেছে দুই দল। সফরকারীদের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত। আর বল হাতে আজ শুরু থেকেই তোপ দাগতে শুরু করেছেন টাইগার বোলাররা। ফলে সাত ওভার না হতেই ৬ উইকেট হারিয়ে বিপাকে জিম্বাবুয়ে।
বল হাতে টাইগারদের হয়ে ইনিংসের শুরু করেছিলেন শরিফুল ইসলাম। টাইগার বোলারের করা প্রথম বলেই চার মেরেছিলেন সফরকারীদের অভিষিক্ত ওপেনার জয়লর্ড গাম্বি। শরিফুলের করা সেই ওভার থেকে স্কোরবোর্ডে ওঠেছিল ৮ রান।
তবে এরপর আর উদ্বোধনী জুটি বাড়তে দেননি মেহেদী। নিজের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই তিনি বোল্ড করেছেন আরভিনকে। এরপর ম্যাচের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন সাইফউদ্দীন। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচ দিয়েই ১৮ মাসের বিরতি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন সাইফ। চোতমুক্ত হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নিজের করা প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার।
এরপর ষষ্ঠ ওভারের প্রথম বলেই রান আউট হয়ে সাজঘরে ফিরেন ব্রায়ান বেনেট। ওভারের প্রথম বলে বেনেট রান আউট হওয়ার পর মেহেদীর করা দ্বিতীয় বলেই আউট হন সফরকারীদের অধিনায়ক সিকান্দার রাজা। লিটনের মুঠোবন্দী হয়ে শূন্য রানেই ফিরেন তিনি।
এরপর সপ্তম ওভারের প্রথম দুই বলেই সফরকারীদের দুই ব্যাটারকে সাজঘরের পথ দেখান তাসকিন। ফলে সাত ওভার না যেতেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৯ রান।