ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রোটিয়াদের কাছে ৪ রানে হার বাংলাদেশের

প্রোটিয়াদের কাছে ৪ রানে হার বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লো স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও ৪ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মাত্র ১১৪ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ১০৯ রানে থেমে যায় বাংলাদেশ।

তবে বাজে আম্পায়ারিং নিয়ে আক্ষেপ ক্রীড়াপ্রেমীদের। তাওহীদ হৃদয়ের আউটসহ ক্রুসিয়াল মোমেন্টে বিতর্কিত ডেড বল আইনে কপাল পুড়েছে বাংলাদেশের। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ওয়াকার ইউনুস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওয়াকারের ভাষ্য, আম্পায়ারের এলবিডব্লিউ সিদ্ধান্তে বিতর্কিত ডেড বলের আইনটি বদলানো উচিত। প্রোটিয়াদের বিপক্ষে লো স্কোরিং থ্রিলারে বাংলাদেশের ক্ষতি করে দিয়েছে এটাই।

এদিকে আম্পায়ার স্যাম নোগাস্কির ডাকা ডেড বলের কারণেই বাংলাদেশ শেষ পর্যন্ত ওই চার রানেই ম্যাচ হেরেছে বলে আম্পায়ার স্যাম নোগাস্কিকেই দুষছেন দেশের ক্রিকেটভক্তরা। সাবেক ক্রিকেটারদের মুখেও আম্পায়ারিং এর সমালোচনা। যদিও ডেডবল সংক্রান্ত ক্রিকেটের আইন আম্পায়ারের পক্ষেই কথা বলছে।

শেষ ওভারের শেষ ২ বলে দরকার ৬ রান। মাহমুদউল্লাহ রিয়াদ স্ট্রাইকে। বাংলাদেশের সমর্থকরা তাই আশায় বুক বেঁধে ছিলেন। কেশভ মহারাজের হাই ফুলটস বলে মাহমুদউল্লাহ সজোরে হাঁকালেনও। ছক্কা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু লংঅন বাউন্ডারিতে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন এইডেন মার্করাম। এতেই তীরে এসে তরী ডোবে বাংলাদেশের।

বাংলাদেশ,হার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত