ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথ সুগম করল বাংলাদেশ

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথ সুগম করল বাংলাদেশ

নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও গতকাল নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।

সাকিব আল হাসানের দুর্দান্ত ফিফটি আর তানজিদ তামিমের ভালো ব্যাটে ভর করে ১৫৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি ছুড়ে দিয়েছিল নেদারল্যান্ডের সামনে। এই লড়াকু পুঁজিতে জয় আগেই অনেকটা সহজ করে ফেলেছিল টাইগাররা। তারপর বোলারদের নৈপুণ্যে ডাচদের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৩ জুন) সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানের বেশি নিতে পারেনি ডাচরা। এতে ২৫ রানের পরাজয়ে অলিখিতভাবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজলো তাদের।

নিজেদের সবশেষ ম্যাচে নেপালকে হারাতে পারলেই সুপার এইট নিশ্চিত হবে নাজমুল শান্তর দলের। নেপালের বিপক্ষে হেরে ডাচদের চেয়ে রান রেটে এগিয়ে থাকতে পারলেও সম্ভাবনা আছে শেষ আটে খেলার।

বাংলাদেশ শেষ আটে উঠতে পারলে প্রথম ম্যাচ খেলবে আগামী শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ভারত, ম্যাচটি হবে বাংলাদেশ সময় ২২ জুন রাত সাড়ে ৮টায় এবং শেষ ম্যাচটি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সময় ২৫ জুন ভোর সাড়ে ৬টায়।

নেদারল্যান্ডস,সুপার এইট,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত