সাউথ আফ্রিকার কাছে এক রানে হারল নেপাল
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ১৩:১৫ | অনলাইন সংস্করণ
বিশ্বকাপে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হেরেছে নেপাল। প্রোটিয়াদের দেয়া ১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১৪ রান তুলে শেষ পর্যন্ত ১ রানে হেরে স্বপ্ন ভেঙেছে নেপালের। দুর্ভাগ্যের এই হারে বিশ্বকাপ থেকেও বিদায় নিতে হয়েছে তাদের।
শনিবার (১৫ জুন) আরনোস ভ্যাল গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৫ রান করে প্রোটিয়ারা। শুরুতেই কুইন্টন ডি ককের উইকেট হারায় প্রোটিয়ারা। ১০ রানে ডি কক পর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি এইডেন মার্করামও। ১৫ রানেই ফেরেন এই ব্যাটার।
এরপর নেপালের স্পিন ঘূর্ণির ফাঁদে পড়েন ডেভিড মিলার এবং হেইনরিখ ক্লাসেনও। তবে ওপেনার রেজা হ্যান্ড্রিকসের ৪৯ বলে ৪৩ এবং স্টাবসের করা ১৮ বলে ২৭ রানের ক্যামিওতে ৭ উইকেট হারিয়ে ১১৫ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।
জবাবে খেলতে নেমে শুরুটা ভালো করলেও দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতার কাছে হার মানে নেপাল। নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১১৪ রানে থামে নেপাল।