সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার (২৫ জুন) সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।
সেমিফাইনালে যেতে কঠিন সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে। পরে ব্যাট করায় ১৩ ওভারের মধ্যে জয় পেতে হবে টাইগারদের। তা হলে শেষ চার নিশ্চিত করবে নাজমুল হাসান শান্তর দল।
১৩ ওভারের মধ্যে জয় পেতে ব্যর্থ হলে সেমিফাইনালে যাবে অস্ট্রেলিয়া। আর হারলেই শেষ চার নিশ্চিত হবে আফগানদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। আর বাদ পড়েছেন জাকের আলি অনিক ও মেহেদী হাসান।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নানগায়াল খারোতি, নুর আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।