ঢাকা ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্যারিস অলিম্পিকে প্রথম সোনা জিতলো চীন

প্যারিস অলিম্পিকে প্রথম সোনা জিতলো চীন

চলমান প্যারিস অলিম্পিক ২০২৪ আসরে প্রথম সোনা জিতেছে চীন। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র ইভেন্টে সেরা পদকটি নিজেদের করে নিয়েছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি। ফাইনালে তারা হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে।

শনিবার (২৭ জুলাই) শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬–১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি। এতে আসরের প্রথম পদক জিতেছেন তারা।

কোরিয়া রৌপ্য ও কাজাখস্তান ব্রোঞ্জ পেয়েছে এই ইভেন্টে। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী খেলা কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম-লে আলেক্সান্দ্রা জুটি ১৭-৫ পয়েন্টে হারিয়েছেন জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ-আনা ইয়ানসেন জুটিকে।

শুক্রবার রাতে জমকালো উদ্বোধনের পর শনিবার সকাল থেকে শুরু হয়েছে ক্রীড়াবিদদের শ্রেষ্ঠত্বের লড়াই। প্রথম দিনই অনুষ্ঠিত হবে ১৪টি স্বর্ণের নিষ্পত্তি। যার প্রথমটি ছিল শ্যুটিংয়ের।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই দেখা মেলে ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের। মূল অলিম্পিক স্টেডিয়াম স্তাদ দে ফ্রান্স থেকে তিনি অলিম্পিক মশাল নিয়ে দৌড়ে পৌঁছে দেন অন্যদের হাতে।

আবা/এসআর/২৪

অলিম্পিক,সোনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত