গ্লোবাল লিগে অধিনায়ক সাকিব আল হাসানের শুরুটা ভালো হয়নি। দীর্ঘদিনের উইকেট খরা কাটিয়ে কানাডায় দ্বিতীয় ম্যাচে বল হাতে জ্বলে উঠেছিলেন সাকিব আল হাসান। মূলত সাকিবের দুর্দান্ত বোলিংয়ের কারণেই প্রথম জয় পেয়েছিল বাংলা টাইগার্স মিসিসাগার।
এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১৮ বলে ২৫ রান এবং বল হাতে নিকোলাস কির্তনের মহামূল্যবান উইকেট নিয়ে বাংলা টাইগার্স মিসিসাগাকে জয় এনে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। টুর্নামেন্টে এটি তার দলের দ্বিতীয় জয়।
গতকাল আগে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স ৭ উইকেট হারিয়ে ১৬৮ রানের সংগ্রহ পায়। সেই লক্ষ্য তাড়ায় জয়ের ভালো সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত ১৬৬ রানেই থামতে হয়েছে টরন্টোকে। এতে করে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলা টাইগার্স।
পাঁচ নম্বরে নেমে অধিনায়ক সাকিব ছিলেন মারমুখি। ২৪ রানের ইনিংসে ৩টি ছক্কাই হাঁকান তিনি। শেষ দিকে ১৭ বলে ৩৮ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেন ডেভিড ওয়াইজি। এতে বাংলা টাইগার্সের পুঁজি দাঁড়ায় ৭ উইকেটে ১৬৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সের বুকে একাই কাঁপন ধরিয়ে দেন কির্টন। ৫৪ বলে ৭৪ রান করেন তিনি। তাকে আউট করে স্বস্তি এনে দেন সাকিব। শেষদিকে রোমারিও শেফার্ড ১২ বলে ২৪ রান করলেও জয় পায়নি টরন্টো।
আবা/এসআর/২৪