যুক্তরাষ্ট্র থেকে সরাসরি পাকিস্তানে গিয়ে সেখানে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন তিনি।
বুধবার (১৪ আগস্ট) পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে বিসিবি। যেখানে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে সাকিবকে।
বিসিবির প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে ব্যাট হাতে কোচ হাথুরুসিংহের সঙ্গে আলাপ করছেন সাকিব। আরেকটি ছবিকে দেখা গেছে সহকারী কোচ নিক পোথাসের অধীনে ব্যাটিং অনুশীলন করছেন এই অলরাউন্ডার। এ ছাড়াও লিটন-তাসকিনদের সঙ্গে রানিংও করেছেন তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলেও, তাকে নিয়েই পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান সিরিজের দলে আছেন তিনি।