ঢাকা ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অস্ট্রেলিয়ার দলকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ এইচপি

অস্ট্রেলিয়ার দলকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ এইচপি

অস্ট্রেলিয়ায় আয়োজিত টপ এন্ডের সিরিজের সেমিফাইনালে স্বাগতিক ক্লাব নর্দার্ন টেরিটরির (এনটি) বিপক্ষে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ এইচপি দল। ফাইনালে ওঠার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে ১৩৮ রান সংগ্রহ করেন শামিম-রাব্বিরা। এরপর বল হাতে টাইগার বোলারদের দারুণ পারফর্ম্যান্সে ২১ রানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ এইচপি দল।

শুরুতেই দলীয় মাত্র ৭ রানে ওপেনার জিসান আলমকে হারায় এইচপি। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও যতক্ষণ ক্রিজে ছিলেন, তাকে সংগ্রাম করতে হয়েছে।

দলীয় ৩৭ রানে এইচপি দ্বিতীয় উইকেট হারায়। ওয়ানডাউনে নামা তানজিদ হাসান তামিম ভালো শুরুর সম্ভাবনা জাগিয়েও ফিরলেন ১৬ রান করে। খেলেছেন ১১ বল। মাঝে আফিফ হোসেন ধ্রুব থিতু হতে থাকলেও, ইনিংস বড় করতে পারেননি। ১৬ বলে ৪ চারে ২২ রান করেই তিনি আউট।

শেষদিকে বাংলাদেশের মান বাঁচানো পুঁজি আসে শামিমের কল্যাণে। শেষ পর্যন্ত অপরাজিত জাতীয় দলের এই ব্যাটার ৩৪ বলে ৪টি চারের বাউন্ডারিতে ৪১ রান করেন। এ ছাড়া মাহফুজুর রহমান রাব্বি করেন ২১ রান। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে এইচপি ১৩৮ রান তুলতে সক্ষম হয়।

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নর্দান টেরিটরির শুরুটা ভালোই হয়েছিল। তবে প্রতিপক্ষের দলীয় ৪১ রানে টাইগারদের প্রথম উইকেট এনে দেন আলিস আল ইসলাম। এরপর আঘাত হানেন রাকিবুল ইসলাম।

নর্দানের দুই ওপেনার সাজঘরে ফেরার পরও আর কেউই দলের হাল ধরতে পারেননি। প্রতিপক্ষের ৩ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। টাইগার বোলারদের তোপের মুখে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করতে পারে নর্দার্ন টেরিটরি। ফলে ২১ রানের জয়ে ফাইনাল নিশ্চিত হয়ে বাংলাদেশ এইচপি দলের।

আবা/এসআর/২৪

অস্ট্রেলিয়া,বাংলাদেশ,ফাইনাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত