বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট আজ
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১০:২৮ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট।
বুধবার (২১ আগস্ট) সকাল ১১ টায় ম্যাচটি শুরু হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ জাতীয় দল। সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। লম্বা বিরতির পর আবার মাঠে ফিরছে টাইগাররা।
এই পর্যন্ত মোট ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে মাত্র ১টি ম্যাচে ড্র করতে পেরেছে বাংলাদেশ। বাকি ১২টি ম্যাচেই হারতে হয়েছে তাদের। সর্বশেষ ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজের দুটিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।
আবা/এসআর/২৪