ঢাকা ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে পাকিস্তান

জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গতকাল মাঠে নামে পাকিস্তান। বৃষ্টি এবং ভেজা মাঠের কারণে বিলম্বে শুরু হওয়া ম্যাচে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। তবে আজ দ্বিতীয় দিনের খেলায় শাকিল ও রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগিয়েছে পাকিস্তান।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২৯ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৯৮ রান যোগ করেছে পাকিস্তান। এতে পাকিস্তানের মোট সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৫৬ রান।

টপ-অর্ডারের ব্যর্থতার পর মিডিল-অর্ডারের ব্যাটার উপর ভর করে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ওয়ানডে মেজাজে ব্যাট করে ৬৪ বলে ফিফটি এবং ১৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান।

অপরপাশে রিজওয়ানকে যোগ্য সঙ্গ দেন সাউদ শাকিল। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯৭ বলে সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটারও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৭৯ ওভারে ২৯০ রানে ব্যাট করছে পাকিস্তান। শাকিল ১০০ রান এবং রিজওয়ান ১০৯ রানে অপরাজিত রয়েছেন।

আবা/এসআর/২৪

সেঞ্চুরি,পাকিস্তান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত