রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে প্রায় দুই দিন ব্যাট করে বাংলাদেশের সামনে রানের পাহাড় দাঁড় করে পাকিস্তান। তবে আজ টেস্টের চতুর্থ দিনে লিডের দেখা পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের দেয়া ৪৪৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন টাইগার ব্যাটাররা।
প্রথম ইনিংসে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া শতকে ভর করে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে। আজ চতুর্থ দিনে শতকের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মেহেদী মিরাজ। এ দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে স্বাগতিকদের দলীয় সংগ্রহ ছাড়িয়ে যেতে পেরেছে টাইগাররা, মুশফিক-মিরাজের ১১৭ রানের অবিচ্ছেদ্য জুটিতে এখন এগিয়ে আছে সফরকারীরা।
শনিবার (২৪ আগস্ট) নতুন বলের ধাক্কা সামলাতে পারেননি লিটন দাস। ৭৮ বলে ৫৬ রান করে নাসিম শাহর বলে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছেন মেহেদী হাসান মিরাজ। ২০৩ বলে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন মি. ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটার। মিরাজকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে সাবলীলভাবে রান তুলেছেন।
মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগেই সেঞ্চুরি তুলে নেন মুশফিক। টেস্ট ক্রিকেটে এটি তাঁর ১১তম শতক। এদিকে শতক হাঁকানো মুশফিককে আজ যোগ্য সঙ্গ দিয়েছেন মিরাজ। দুজন মিলে ১১৮ রানের জুটি গড়ে এখনো টিকে আছেন। এ দুজনের ব্যাটেই লিডের দেখা পেয়েছে টাইগাররা।
আবা/এসআর/২৪