ঢাকা ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে এ যেন এক অন্য বাংলাদেশ। মধ্যাহ্নবিরতির আগেই ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশি বোলাররা। বিরতি থেকে এসে আরও ২টি উইকেট। মনে হচ্ছে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে কখনো টেস্ট জিততে না পারা দলটা এখন ঐতিহাসিক জয়ের পথে।

আজ রোববার ১ উইকেটে ২৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। তখন বাংলাদেশ এগিয়ে ছিল ৯৪ রানে।

উইকেট শিকারের মাধ্যমেই দিন শুরু করে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই পাকিস্তান অধিনায়ক শান মাসুদের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান এই টাইগার পেসার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৪৮* খুরাম শাহজাদ ১ রানে ব্যাট করছেন।

এর আগে তৃতীয় এবং চতুর্থ দিনে দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের ৪৪৮ রানের লক্ষ্য ভেদ করে ১১৭ রানের লিড পেয়েছে সফরকারীরা। নিজেদের প্রথম ইনিংসে ৫৬৫ রানে অলআউট হয় টাইগাররা। দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে হোঁচট খায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান তুলে দিনশেষ করেছিল পাকিস্তান।

আবা/এসআর/২৪

রাওয়ালপিন্ডি,টেস্ট,জয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত