সম্প্রতি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছেন টাইগাররা। তবে খুব বেশি বিশ্রামের সুযোগ পাননি মুশফিক-লিটনরা। ইতোমধ্যে ভারত সিরিজের জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন তারা।
রোববার (৮ সেপ্টেম্বর) মিরপুরে অনুশীলন শুরু করেছেন টেস্ট দলের ক্রিকেটাররা।
এদিন মিরপুরের সেন্টার উইকেটে অনুশীলন করতে দেখা গেছে মুমিনুল-জাকিরদের। ভারতের বিপক্ষে সিরিজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন এই দুই ব্যাটার। এ ছাড়াও ছিলেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তিনিও ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। টেস্ট দলের বেশিভাগ ক্রিকেটারই এদিন অনুশীলনে এসেছেন।
আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেদিনই সেখানে দলের সঙ্গে যোগ দিবেন সাকিব আল হাসান। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে ভারত সফর শুরু হবে শান্ত-লিটনদের।
আবা/এসআর/২৪