বিসিবি থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪০ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক
নাজমুল হাসান পাপন ও নাইমুর রহমান দুর্জয়ের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বোর্ডে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। বিসিবির একজন পরিচালক সুজনের দায়িত্ব ছাড়ার খবরটি নিশ্চিত করেছেন।
তিনি লম্বা সময় ধরে বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সর্বশেষ তিনি গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিসিবি পরিচালকের পদে থাকার সময়ে জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন সুজন। বিভিন্ন সময় টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালিন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি।
বোর্ড পরিচালক পরিচয় ছাড়াও সুজন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের প্রধান কোচ। বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ের দায়িত্ব সামলেছেন তিনি।
খবরের সত্যতা জানতে সুজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। সুজনের ফোন বন্ধ পাওয়া যায়। তবে সুজনের ঘনিষ্ঠ মহল নিশ্চিত করেছে যে, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সত্যিই পদত্যাগ করেছেন। বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
আবা/এসআর/২৪