টি-টোয়েন্টি বিশ্বকাপের নারী দল ঘোষণা বিসিবির
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৪ | অনলাইন সংস্করণ
আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আইসিসির আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে আজ নারীদের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার ভিন্ন উপায়ে আসন্ন বিশ্বকাপের জন্য বাংলদেশের দল ঘোষণা করেছে বিসিবি। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ বেলা সাড়ে বারোটায় দল ঘোষণা করা হবে বলে আগেই জানিয়েছিল সংস্থাটি।
এবার ১৫ সদস্যের দলে যারা থাকছেন:
নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি, দিশা বিশ্বাস।