ভারতের বিপক্ষে টস জিতে বল করছে বাংলাদেশ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয়ের পর এবার ভারত বধে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

কদিন আগেই টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মত পাকিস্তানকে সিরিজ হারিয়েছে টাইগাররা, সেটিও আবার ধবলধোলাই করে। দারুণ এই জয়ের পর এবার ভারত সফরে নাজমুল হোসেন শান্তর দল। স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে সফরকারীরা যার প্রথমটি শুরু হচ্ছে আজ। 

চেন্নাইয়ের এই টেস্টে উইকেট বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কারণে দুই দলের মাঠে নামার আগে টসও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছিল। টসে জিতেছেন টাইগারদের অধিনায়ক শান্ত। চেন্নাইয়ের আবহাওয়া আজ মেঘলা, বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে তিনি জানিয়েছেন, আর্দ্রতা কাজে লাগাতে চায় তাঁর দল।

টাইগারদের এ অধিনায়ক বলেন, ‘এখানে আর্দ্রতা আছে এবং আমরা এটা কাজে লাগাতে চাই। পিচ বেশ শক্ত মনে হচ্ছে। প্রথম সেশন পেসারদের জন্য খুব ভালো হবে। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল আমাদের দলে। আমরা তিন পেসার নিয়ে খেলছি।’

ভারতের অধিনায়ক রোহিত শর্মাও টস জিতলে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ একাদশ:

শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।

 

আবা/এসআর/২৪