ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশের সামনে পাহাড় সমান রানের লক্ষ্য দিলো ভারত

বাংলাদেশের সামনে পাহাড় সমান রানের লক্ষ্য দিলো ভারত

চেন্নাই টেস্টে বাংলাদেশকে ৫১৫ রানের পাহাড় সমান লক্ষ্য দিয়েছে ভারত। প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পেয়েছিল ভারত। তারা দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে, তাতে ভারতের লিড হয়েছে ৫১৪ রান।

আজ শনিবার ৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। শুরুতে কিছুটা ধীরগতিতে রান তুললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগ্রাসী হয়ে ওঠেন আগের দিনে অপরাজিত ব্যাটার গিল ও ঋষভ পান্ত। মারকুটে ব্যাটিংয়ে সঙ্গে কিছু ভুল শটও খেলেছিলেন তারা। তাদের সেই ভুল ক্যাচ মিসের মাধ্যমে ক্ষমা করেছে বাংলাদেশ।

দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের লিড ছিল ৩০৮ রান। অপরাজিত থাকা দুই ব্যাটার শুবমান গিল এবং ঋষভ পান্ত আজ তৃতীয় দিনের খেলা শুরু করেন। গিল-পান্ত জুটিতেই আজ দলীয় সংগ্রহ আরও বাড়িয়েছে ভারত।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। যেখানে সেঞ্চুরি পেয়েছেন দুইজন। অপরাজিত ১১৯ রান করেছেন শুবমান গিল ও ঋষভ পান্তের ব্যাট থেকে এসেছে ১০৯ রান। বাংলাদেশের হয়ে দুই উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।

আবা/এসআর/২৪

বাংলাদেশ,লক্ষ্য,ভারত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত