বাংলাদেশের মাটিতে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এটি আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি। সেখানেই আজ উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল চারটায় আরব আমিরাতের মাটিতে ম্যাচটি শুরু হবে।
এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটের ৫টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশের মেয়েরা। এসব আসরে মোট ২১ ম্যাচ খেলে মাত্র ২টি জয় পেয়েছে তারা। সেটিও আবার নিজেদের প্রথম আসর ২০১৪ সালে। তাই এবারের প্রতিপক্ষ দল অপেক্ষাকৃত কম শক্তিশালী হওয়ায় জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ।
স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, সাথী রানী, মুর্শিদা খাতুন, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, রাবেয়া খান।