ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতে ব্যর্থ মিশন দেশে ফিরল বাংলাদেশ দল

ভারতে ব্যর্থ মিশন দেশে ফিরল বাংলাদেশ দল

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার বড় আত্মবিশ্বাস ছিল টাইগারদের মাঝে। তবে ভারতে গিয়ে পুরো টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ দল। কোনো একটি ম্যাচেও পারেনি প্রতিযোগিতা গড়ে তুলতে।

সেই ব্যর্থ মিশন শেষে আজ রোববার রাতে হায়দরাবাদ থেকে ঢাকা এসে পৌঁছেছে টাইগাররা। দলের সঙ্গে সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ফিরেছেন। মূলত হায়দরাবাদ থেকে চাটার্ড ফ্লাইটে ফিরেছে টাইগাররা, দলের সঙ্গে এসেছেন তামিম ইকবালও। এছাড়া ক্রিকেটারদের রিসিভ করতে বিমান বন্দরে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এদিকে কয়েকদিন বাদেই শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি।

সবশেষ ভারত সিরিজে অবশ্য ক্রিকেটারদের মধ্যে ব্যাটিংয়ের দুর্বলতা বেশি লক্ষ্য করা গেছে। কেননা টেস্টে টপ অর্ডার থেকে আসেনি কোনো বড় রান। এমনকি সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও টপ অর্ডারের ব্যাটাররা ছিলেন ব্যর্থ। বোলাররাও নিজেদের প্রমাণ করতে পারেননি যথাযথভাবে।

বাংলাদেশ,ভারত,টি-টোয়েন্টি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত