হাঁটুর ইনজুরির কারণে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন নেইমার। চলতি বছর আরেকটি অক্টোবর যাওয়ার পথে। অস্ত্রোপচার শেষে পুনর্বাসনের দীর্ঘ প্রক্রিয়া; সবকিছু শেষ করে পুরোপুরি ফিট হয়েই আবার মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান এই তারকা।
গত বছরের ১৮ অক্টোবর ব্রাজিলের হয়ে খেলতে নেমে চোটে পড়েছিলেন এই তারকা। এসিএল চোটের সঙ্গে ছিল হাঁটুর মেনিসকাসের চোটও। এ কারণে অস্ট্রোপচারের পর সেরে ওঠতে সময়ও লেগেছে বেশি। তবে দমে যাননি ব্রাজিলের জার্সিতে সবথেকে বেশি গোল করা এই তারকা। বাধা উপেক্ষা করে তিনি ফিরে এসেছেন তারকার বেশেই। গতকাল ররাতে মাঠে নেমেছিলেন নিজের ক্লাব আল হিলালের জার্সিতে, খেলেছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে।
নেইমারের ফেরার ম্যাচটাও ছিল নাটকীয়তায় পরিপূর্ণ। ৯ গোলের এই ম্যাচটি ছিল টান টান উত্তেজনায়পূর্ণ। ৯ গোলের ইলেক্ট্রিক ম্যাচে নেইমারের ক্লাব আল হিলাল ৫-৪ গোলে হারিয়েছে আল আইনকে।
আবা/এসআর/২৪