ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

প্রোটিয়াদের ১০৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

প্রোটিয়াদের ১০৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

মিরাজের ব্যাটে ভর করে বুধবার তৃতীয় দিনে প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। গতকালের ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে আজও খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি না করতে পারা মিরাজের উইকেটের মাধ্যমে শেষ হয় মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ৩০৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। এতে জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চতুর্থ দিনের শুরুতেই অলআউট হয়ে যায় টাইগাররা। এতে দ্বিতীয় ইনিংসে ৮৫ ওভার ৫ বল খেলে ৩০৮ রান তুলে অলআউট হয়েছে টাইগাররা।

চতুর্থ দিনের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন নাঈম হাসান। ২৯ বলে ১৬ রান করেন তিনি। এরপর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি তাইজুলও। ৭ রান করেন এই স্পিনার।

এদিকে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান মিরাজ। কিন্তু হতাশ হয়ে ফিরতে হয়েছে এই টাইগার অলরাউন্ডারকে। ১৯১ বলে ৯৭ রান করে রাবাদা ষষ্ঠ শিকার হন তিনি। এতে ৩০৮ রানে অলআউট হয় বাংলাদেশ। আর তাদের লিড দাঁড়ায় ১০৬ রানে।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন কাগিসো রাবাদা। এ ছাড়াও কেসব মহারাজ তিনটি এবং মুল্ডার নেন একটি উইকেট।

আবা/এসআর/২৪

বাংলাদেশ,ব্যাট,প্রতিরোধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত