ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত

তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে দায়িত্ব দেয়া হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। তাঁর অধীনেই আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার কথা ছিল টাইগারদের। তবে এর আগেই নেতৃত্ব থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন শান্ত।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে চলমান সিরিজের পরই অধিনায়কের পদ থেকে পদত্যাগ করবেন তিনি।

এ খবরের সত্যতা স্বীকার করে তিনি জানিয়েছেন, ‘দেখা যাক কী হয়, আমি এখনো বিসিবি সভাপতির জবাবের অপেক্ষায় আছি।’

এছাড়া বিসিবির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে খবরটি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, সে আমাদের জানিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আর দলকে নেতৃত্বে দিতে পারবে না সে।’

বিসিবির উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘হ্যা, শান্ত আমাদের জানিয়েছে যে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ও নেতৃত্ব দিতে আগ্রহী নয়।’ অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে ক্রিকবাজকে শান্ত বলেন, ‘দেখা যাক কী হয়। কারণ আমি এখনও সভাপতির কাছ থেকে শোনার অপেক্ষায় আছি।’

এর আগে গত ফেব্রুয়ারিতে এক বছরের জন্য সব ফরম্যাটের অধিনায়ক করা হয়েছিল শান্তকে। এর আগেই অবশ্য ওয়ানডে ও টেস্টে নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন। দায়িত্ব পাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন তিনি। এবং আগামী বৈশ্বিক টুর্নামেন্ট- চ্যাম্পিয়নস ট্রফিতেও তার অধিনায়কত্ব করার কথা ছিল। কিন্তু এখন নাকি, নাজমুল বোর্ডকে জানিয়ে দিয়েছেন অধিনায়কত্ব থেকে সরে যেতে চান। এখন শুধু বোর্ড সভাপতি ফারুক আহমেদের অনুমতির অপেক্ষা।

আবা/এসআর/২৪

অধিনায়কত্ব,শান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত