টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ছাদখোলা বাসে বাফুফের পথে সাবিনা-ঋতুপর্ণারা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় তাদের বহনকারী বাসটি। এর আগে বিমানবন্দর নামার পরে সাংবাদিক সম্মেলনে কথা বলেন সাবিনা-ঋতুপর্ণারা।
নেপাল থেকে দুপুরে দেশে ফিরেছেন বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবলাররা। ২০২২ সালে সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নেওয়ার ব্যবস্থা করে মানুষের ভালোবাসা গায়ে মাখার ব্যবস্থা করা হয়েছিল।
এবারও ছাদখোলা বাসে করে মেয়েদের বাফুফেতে নেওয়ার ব্যবস্থা করা হয়। গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল বিজ-৩৭২ ফ্লাইটযোগে দেশে ফিরছে মেয়েরা। সকাল থেকেই তাই বিমানবন্দরে সমর্থকরা অপেক্ষায় ছিলেন বিজয়ীদের দেখার জন্য। শুধু সমর্থকরাই নন, বিজয়ীদের বরণ করার জন্য অপেক্ষায় ছিলেন বাফুফের কর্মকর্তারা। সঙ্গে চ্যাম্পিয়নদের ফ্রেমবন্দি করতে সংবাদ মাধ্যমের ফটোগ্রাফারসহ সাংবাদিকরা ছিলেনই।
এর আগে ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেও এমন ছাদখোলা সে উদযাপন করেছেবান সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা। সেবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
এবারও সেই নেপালকেই ২-১ ব্যবধানে হারিয়ে ট্রফি উল্লাস করেছে মেয়েরা। মাঠে ট্রফি উদযাপন শেষে এবার ছাদখোলা বাসে উল্লাসের অপেক্ষায় বাংলাদেশের বাঘিনিরা।
এদিকে, চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিতে ছাদ খোলা বাসের আয়োজন করলেও সেই বাসে অবশ্য চড়বেন না দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়া কোচ পিটার বাটলার। তিন মাসের বেতন বাকি থাকার কথা জানিয়েছিলেন এই কোচ। তবে ছাদখোলা বাসে না ওঠার পেছনের কারণ হিসেবে বলেছেন, মেয়েরা উপভোগ করুক। এটাই সময়। ঢাকায় গিয়ে ইংল্যান্ডের টিকিটের ব্যবস্থা করতে হবে। আমার কাজ আছে অনেক।
ইংল্যান্ডে যাওয়ার কারণও জানিয়েছেন, কিছুদিন আগে আমার নাতি জন্ম নিয়েছে। তাকে দেখিনি। দেখতেই ইংল্যান্ডে যাচ্ছি কিছুদিনের জন্য। শিগগিরই আবার ফিরে আসব।