ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরিজ বাঁচাতে সতর্ক টাইগাররা, দলে পরিবর্তন

সিরিজ বাঁচাতে সতর্ক টাইগাররা, দলে পরিবর্তন

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই ৯২ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে পড়ে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে সামনে লক্ষ্য এখন সমতায় ফেরার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি।

আজ দ্বিতীয় ম্যাচে হারলেই যে সিরিজ খোয়াতে হবে লাল-সবুজের দলকে। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচের আগে দুঃসংবাদও পেয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে কিপিংয়ের সময়ে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। এ কারণে সে ম্যাচে তিনি ব্যাটও করেছেন সাত নম্বরে।

এরপর জানা গেছে, আঙুলে চিড় ধরা পড়েছে তার। এ কারণে সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। মুশফিক আজই দেশে ফিরে আসতে পারেন বলেও জানা গেছে। এদিকে মুশফিকের বদলে আজ দলে জায়গা পেতে পারেন জাকের আলী কিংবা জাকির হোসেন।

অবশ্য মুশফিক না থাকলেও দলের সঙ্গে যুক্ত হয়েছেন আরও দুইজন। স্কোয়াডে থাকলেও ভিসা জটিলতার কারণে ঠিক সময়ে আরব আমিরাতে না পৌছাতে পারায় প্রথম ম্যাচে খেলতে পারেননি পেসার নাহিদ রানা ও স্পিনার নাসুম আহমেদ। তবে এ দুজন দলে যোগ দিয়েছেন। নাসুম সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে, আর রানার এখনো একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি।

সম্ভাব্য বাংলাদেশ স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মাহমুদউ ল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

আবা/এসআর/২৪

সিরিজ,টাইগার,পরিবর্তন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত