সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করলো বাফুফে
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৫:৪৪ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক
শিরোপা জিতে বাংলাদেশকে গৌরব এনে দেয়ায় সাফজয়ী নারী ফুটবলারদের পুরস্কার হিসেবে দেড় কোটি টাকা প্রদান করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শনিবার (৯ নভেম্বর) বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু উপস্থিত সাংবাদিকদের সামনে এ পুরষ্কারের ঘোষণা দেন।
সভা শেষে ব্রিফিংয়ে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা খুব শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এটি প্রদান করব।’
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত ৩০ অক্টোবর নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত এ শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।
এর আগে ২০২২ সালেও সাবিনারা সাফ চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই সময় বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা পুরস্কার ছিল না। তৎকালীন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ৫০ লাখ টাকা করে পুরস্কার দিয়েছিলেন সাফজয়ীদের।
আবা/এসআর/২৪