আজ শেষ ম্যাচে জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ খেলার আগে দুঃসংবাদ পেলো বাংলাদেশ দল। কুঁচকির চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।
চলমান সিরিজের প্রথম ম্যাচে ৯২ রান হারের পর দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আর টাইগারদের এই জয়ের পথে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শারজায় ব্যাট হাতে তিনি খেলেছিলেন ৭৬ রানের দুর্দান্ত ইনিংস। তার এই ইনিংসের সুবাদেই ২৫২ রানের সংগ্রহ গড়তে পেরেছিল লাল-সবুজের দল।
তবে বাংলাদেশ জিতলেও সেই ম্যাচেই চোট পেয়েছিলেন শান্ত। কুঁচকির চোটের কারণে তিনি আজ সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা ছিল। সেই শঙ্কাই সত্যি হয়েছে।
এর আগে প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।
তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। যে কারণে আজ সোমবারের ম্যাচ পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। যে দল জিতবে, সেই দলই পাবে সিরিজজয়ীর মুকুট। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শান্তকে না পাওয়াটা বাংলাদেশের বড় দুর্ভাগ্য।
আবা/এসআর/২৪