ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরিজ হেরে র‌্যাংকিংয়ে পেছালো বাংলাদেশ

সিরিজ হেরে র‌্যাংকিংয়ে পেছালো বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি ওয়ানডে র‌্যাংকিংয়ে বড় ধাক্কা খেতে হলো বাংলাদেশ দলকে। আফগানদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে ‌র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৮ থেকে নেমে গেছে ৯ নম্বরে।

ক্রিকেটে বাংলাদেশের অহংকার মনে করা হয় ওয়ানডে ফরম্যাটকে। ভক্তরাও প্রত্যাশা করেন, টেস্ট ও টি-টোয়েন্টিতে যাই হোক, অন্তত ৫০ ওভারের খেলায় ভালো কিছুই করবে বাংলাদেশ। যে কারণে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হলেও আফগানিস্তান সিরিজে চোখ রেখেছিলেন শত শত ভক্ত। তবে এবার ওয়ানডেতেও ভক্তদের চরম হতাশ করলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

দুই দলের সমান ৮৫ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশকে নয়ে ঠেলে আটে উঠে গেল আফগানরা। এই সিরিজ শুরুর আগে ৮৬ পয়েন্ট ছিলো বাংলাদেশের, আফগানদের ছিলো ৮৫। ২-১ ব্যবধানে সিরিজ জিতে সেই ব্যবধান ঘুচিয়ে ফেলেছে আফগানিস্তান।

অবশ্য সাম্প্রতিক সময়টা আফগানদের বেশ ভালোই চলছে। শারজায় তারা একে একে হারালো আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। চলতি বছরের মে মাসেও ৬ পয়েন্ট পিছিয়ে থাকা আফগানরা এখন বাংলাদেশের ওপরে।

ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে আছে ভারত। এরপর একে একে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ। বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে আরেক দেশ জিম্বাবুয়ে স্কটল্যান্ড থেকে পিছিয়ে ১৩ নম্বরে আছে।

আবা/এসআর/২৪

বাংলাদেশ,র‌্যাংকিং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত