জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হওয়া ‘শহীদদের’ নামে উপজেলা পর্যায়ে ২২০টি স্টেডিয়াম স্থাপন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’ উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা একথা বলেন।
ক্রীড়া উপদেষ্টা বলেন, আমাদের ২২০টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা স্টেডিয়ামের নামই সেই উপজেলায় আমাদের যারা শহীদরা রয়েছেন তাদের নামে হবে।
আগামী ২০২৫ সালের পাঠ্যবইতে জুলাই-আগস্ট অভ্যুত্থান নিয়ে একটি অধ্যায় সংযোজন করা হচ্ছে এবং যেখানে শহীদদের স্মৃতিকথা লেখা থাকবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা।
এছাড়া পরবর্তী বছরের পাঠ্যবইতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের 'বীরত্বপূর্ণ' স্মৃতিগুলোকে যথাযথভাবে তুলে ধরার প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় নিচ্ছে বলেও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা।
তিনি বলেন, আমরা এই উদ্যোগটা নিচ্ছি কেন না আমরা চাই যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদ থেকে আমাদের মুক্ত করেছে, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছি, রাষ্ট্র সংস্কারে সবাই অংশগ্রহণের সুযোগ পাচ্ছি তাদেরকে যেন আমরা কখনও ভুলে না যাই, বাংলাদেশ কখনও ভুলে না যায়। সেটা নিশ্চিত করার জন্য আমরা এই ক্ষুদ্র প্রয়াস নিচ্ছি।
কুষ্টিয়ার জেলা স্টেডিয়ামের নাম 'আবরার ফাহাদ স্টেডিয়াম', টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম জুলাই-আগস্ট অভ্যুত্থানে টাঙ্গাইলের পুলিশের গুলিতে নিহত 'শহীদ' মারুফের নামে করা হয়েছে বলেও জানান তিনি।
আবা/এসআর/২৪