ঢাকা ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিলো বাংলাদেশ

শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিলো বাংলাদেশ

মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বছরের শেষ ম্যাচটি উৎসবে মাতালো বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ইনজুরি সময়ে পাপন সিং গোলটি করেছেন। সোহেল রানার বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন আবাহনীর এই মিডফিল্ডার।

আজ ম্যাচের দু’টি গোল হয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। মালদ্বীপের চেয়ে বাংলাদেশই বেশি সুযোগ পেয়েছিল। বদলি ফুটবলার পিয়াস আহমেদ নোভা সুবর্ণ সুযোগ মিস করেছেন। শাহরিয়ার ইমনের জোরালো শট মালদ্বীপের গোলরক্ষক হুসেন শরীফ গ্রিপ করতে পারেননি। তার হাত ফস্কে বল যায় পিয়াস আহমেদ নোভার কাছে। একা গোলরক্ষককে পেয়েও তিনি বল পোস্টে রাখতে পারেননি। নোভার এই মিস ছাড়াও বাংলাদেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। রাকিব, মোরসালিন কিছু ক্ষেত্রে ফিনিশিং করতে পারেননি। আবার কোনো সময় মালদ্বীপের ডিফেন্ডাররা ভালো ডিফেন্স করেছেন।

দ্বিতীয়ার্ধে মালদ্বীপ বাংলাদেশ অর্ধে তেমন আক্রমণ করেনি। রক্ষণেই বেশি মনোযোগ ছিল। বাংলাদেশ দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বছরের শেষটি জয় দিয়ে করতে কয়েকটি পরিবর্তন করেছেন দ্বিতীয়ার্ধে। খেলার গতি ও প্রাধান্য বাড়লেও স্কোরলাইন পরিবর্তন হয়নি। এত মিসের পর খেলার ফলাফল ড্রই অনুমেয় ছিল। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে গোল করে সব হিসেব বদলে দেন পাপন সিং।

এর আগে, প্রথম ম্যাচটিতে হেরে শুরু করে টাইগাররা। আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ম্যাচে মাঠে নেমেছে লাল-সবুজের দল। তবে শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধের বিরতির আগ মুহূর্তে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান জনি। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধেও কাটে সমতায়, তবে ৯০ মিনিট খেলা শেষে ম্যাচের ইনজুরি সময়ে পাপন সিংহের গোলে জয়ের উল্লাসে ভাসে বাংলাদেশ।

আবা/এসআর/২৪

গোল,জয়,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত