অ্যান্টিগা টেস্ট

৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৯ | অনলাইন সংস্করণ

প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫০ রান, এরপর দ্বিতীয় দিনের শুরুতেই দ্রুত ২ উইকেট তুলে নিলেন হাসান মাহমুদ। ২৬১ রানের মাথায় নেই ৭ উইকেট। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা ধরেই নিয়েছিলেন, ৩০০ রানের আশপাশে হয়তো ক্যারিবীয়দের বেধে ফেলতে পারবে টাইগার বোলাররা। সেখান থেকেই বাংলাদেশকে হতাশ করে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা।

জাস্টিন গ্রিভস এবং কেমার রোচের ১৪০ রানের বিশাল এক জুটি ও পেছনে বাংলাদেশের বোলার-ফিল্ডারদেরও ব্যর্থতায় এতো বড় লক্ষ্য অর্জন করতে সহায়তা করেছে।

ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান জাস্টিন গ্রিভস টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন ১১৫ রানে। ১৪০ রানের রেকর্ড অষ্টম উইকেটে তার সঙ্গী কেমার রোচও ফিরেছেন ক্যারিয়ার–সর্বোচ্চ ৪৭ রান করে। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। তাইজুল ইসলাম পেয়েছেন ১ উইকেট।

ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশ দিন শেষ করেছে ৪০ রানে। ১৯ রানের জুটি গড়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন মুমিনুল হক (৭*) ও শাহাদাত হোসেন (১০*)। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থেকে বাংলাদেশ পিছিয়ে আছে ৪১০ রানে।

বাংলাদেশের দুই ওপেনারের মধ্যে জাকির হাসান ১৫ রান করে বোল্ড হয়েছেন জেইডেন সিলসের বলে। আরেক ওপেনার মাহমুদুল হাসান জীবন পেয়েও ইনিংসটাকে বড় করতে পারেননি, আলজারি জোসেফের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন ৫ রান করে।