ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সবচেয়ে কম রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড করলো আইভরি কোস্ট

সবচেয়ে কম রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড করলো আইভরি কোস্ট

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় নাইজেরিয়ার বিপক্ষে মাত্র সাত রানে অলআউট হয়ে সবচেয়ে কম রানে হারের রেকর্ড করেছে আইভরি কোস্ট।

আগে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ডটি ছিল আইল অব ম্যান ও মঙ্গোলিয়ার।

গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সর্বনিম্ন ১০ রানে অলআউটের রেকর্ড গড়েছিল ব্রিটেনের অন্তর্ভূক্ত আইল অব ম্যান। ১১ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র দুই বলেই ম্যাচ জিতে নিয়েছিল স্পেন।

এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়াও।

আজকের ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৭১ রান করে নাইজেরিয়া। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানে অলআউট হয় আইভরি কোস্ট। দলের ১০ ব্যাটসম্যানের মধ্যে ছয়জনই শূন্য রানে বিদায় নেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।

আবা/এসআর/২৪

আইভরি কোস্ট,অলআউট,বিশ্বরেকর্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত