আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই বড় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শারমির আক্তারের ৯৬ রানের ইনিংসের সুবাদে ৪ উইকেটে ২৫২ রান করে লাল-সবুজের দল। জবাবে ব্যাট করতে নেমে আইরিশরা অল আউট হয়েছে ৯৮ রানেই। ফলে ১৫৪ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল।
বাংলাদেশের নারী ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে সেঞ্চুরি আছে কেবল দুটি। যার দুটিই করেছেন ফারজানা হক পিংকি। আজ বুধবার শেরে বাংলায় পিংকির পাশে থেকে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিয়ান হওয়ার সুবর্ণ সুযোগ ছিল শারমিন আকতার সুপ্তার। তখনো ইনিংসের ৭ বল বাকি। আর শারমিন সুপ্তার সেঞ্চুরি করতে দরকার ছিল মাত্র ৪ রান। কিন্তু বাংলাদেশ নারী দলের এ টপ অর্ডার সুযোগ কাজে লাগাতে পারেননি।
শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে আউট হলেন শারমিন সুপ্তা। ৮৯ বলে ১৪টি বাউন্ডারিতে সাজানো ইনিংসটি শেষ হয় আইরিশ নারী দলের অফস্পিনার ফ্রেয়া সার্জেন্টের বলে। ফ্লাইটেড ডেলিভারিতে কভারের আশপাশ দিয়ে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সুপ্তা।
বাংলাদেশের দেয়া ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১০ রানেই ২ উইকেট হারানো আয়ারল্যান্ড। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে।
৪ বলে ৫ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন অধিনায়ক গ্যাবি লুইস। পরের বলে অ্যাসিম হান্টারকে আউট করে জোড়া উইকেট তুলে নেন মারুফা খাতুন।
চতুর্থ উইকেটে ওরলা প্রেন্ডারগাস্টকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন ওপেনার সারাহ ফোরবেস। কিন্তু ইনিংস বড় করতে পারেননি ওরলা। ১৯ রান করে এই ব্যাটার আউট হলে ৪৮ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে আইরিশরা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করেনে ফোরবেস।
২৫ রান করে রান আউট হন এই আইরিশ ওপেনার। এরপর লেয়াওহ পল (০), লরা ডিলানি (২২), উনা রেমন্ড-হোয় (৭) এবং আভা ক্যানিং শূন্য রানে বোল্ড আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় আয়ারল্যান্ড।
শেষ দিকে অ্যাইমি ম্যাগুইরে (০) এবং ফ্রেয়া সারজেন্ট ৯ রানের আউট হলে মাত্র ৯৮ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
আজ বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশের বোলাররা। সুলতানা খাতুন-নাহিদা আক্তারদের তোপের মুখে পড়ে সুবিধা করে ওঠতে পারেনি সফরকারী ব্যাটাররা। ফলে ৯৮ রানেই অল আউট হলে ১৫৪ রানের বড় জয় পায় টাইগ্রেসরা।
আবা/এসআর/২৪