ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মেসি-এমবাপ্পেদের পেছনে ফেলে ইয়ামালের ‘গোল্ডেন বয়’ জয়

মেসি-এমবাপ্পেদের পেছনে ফেলে ইয়ামালের ‘গোল্ডেন বয়’ জয়

সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে মাত্র ১৭ বছর চার মাস বয়সে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতে ইতিহাসে নাম লিখিয়েছেন ইয়ামাল। এর আগে ওয়েইন রুনি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডের মতো তারকারা জিতেছেন ‘গোল্ডেন বয়’ পুরস্কার।

টাট্টোস্পোর্টস জানিয়েছে, ইউরোপের ৫০টি সংবাদমাধ্যমের প্রতিনিধি ভোট দিয়েছেন। প্রত্যেকের ১ নম্বর খেলোয়াড় ১০ পয়েন্ট করে পান বিধায় মোট পয়েন্ট ছিল ৫০০। বেশির ভাগ জুরি ইয়ামালকে শীর্ষে রাখায় ৪৮৮ পয়েন্ট নিয়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন ইয়ামাল।

গোল্ডেন বয়’ পুরস্কারটি দিয়ে থাকে ইতালির ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম তুত্তোস্পোর্ট। এতে ভোট দিয়ে থাকেন ইউরোপের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধি। এর মধ্যে অন্যতম জার্মানির বিল্ড, স্পেনের মার্কা ও মুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ বোলা, সুইজারল্যান্ডের ব্লিক।

এ বছর পুরস্কারটি জয়ে ইয়ামালের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক, আর্দা গুলেররা। ইয়ামাল ‘গোল্ডেন বল’ বার্সেলোনা ও স্পেনের চতুর্থ খেলোয়াড়। বার্সার প্রথম খেলোয়াড় হিসেবে গোল্ডেন বয় জিতেছিলেন লিওনেল মেসি (২০০৫)। আর স্পেনের প্রথম খেলোয়াড় সেস্ক ফ্যাব্রেগাস (২০০৬)।

বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা ইয়ামাল ২০২৪ সালে স্পেনের হয়ে জিতেছেন ইউরো, হাতে তোলেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও। আর বার্সেলোনার জার্সিতে সবচেয়ে কম বয়সে লা লিগায় গোল, কম বয়সে এল ক্লাসিকো ও চ্যাম্পিয়নস লিগে অভিষেকের মতো রেকর্ডও গড়েন। চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়ার আগে চলতি মৌসুমে ১৬ ম্যাচ খেলে করেন ৬ গোল।

গোল্ডেন বয়’ পুরস্কারের আগে অনূর্ধ্ব-২১ বয়সী সেরা খেলোয়াড়ের আরেক পুরস্কার কোপা ট্রফিও জেতেন এই তরুন ফুটবলার।

মেসি-এমবাপ্পে,গোল্ডেন বয়,ইয়ামাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত