ঢাকা ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শচীনের বিশ্ব রেকর্ড ভাঙলেন রুট

শচীনের বিশ্ব রেকর্ড ভাঙলেন রুট

টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করে সবোর্চ্চ রানের রেকর্ডটি অধিকারী ছিল শচীন টেন্ডুলকারের। ভারতের সাবেক এই ব্যাটারকে এবার টপকে গেলেন জো রুট। ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটারের চতুর্থ ইনিংসে সবমিলিয়ে রান এখন ১ হাজার ৬৩০।

ক্যারিয়ারের ১৫০তম টেস্ট খেলতে নেমে শচিনের রেকর্ড ভেঙেছেন রুট। এদিন ইংলিশ ডানহাতি ব্যাটার ৪৯তম চতুর্থ ইনিংস খেলেন। টেস্টের শেষ ইনিংসে দুটি সেঞ্চুরি ও ৮টি হাফসেঞ্চরি হাঁকানোর কৃতিত্বও রয়েছে রুটের। শচিনের রেকর্ড ভাঙার আগেই তারই স্বদেশি সাবেক তারকা অ্যালিস্টার কুক ও দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথকেও টপকে গেছেন রুট।

মোট রানে শচীনকে ছাড়িয়ে গেলেও সেঞ্চুরি সংখ্যায় এখনও পেছনে আছেন রুট। চতুর্থ ইনিংসে রুটের সেঞ্চুরি দুটি, তবে শচীনের তিনটি। ব্যাটিং গড়ে অবশ্য শচীনের চেয়ে অনেক এগিয়ে রুট। এই ইংলিশ ব্যাটারের গড় ৪১.৭৯, আর শচীনের ৩৬.৯৩।

আলোকিত বাংলাদেশ/এসএস

শচীন,জো রুট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত