সিরিজে ফিরতে অ্যাডিলেড টেস্টে জয়ের বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার সামনে। অস্ট্রেলিয়া সেই কাজটা করল দুর্দান্তভাবেই। মাত্র তিন দিনেই ভারতকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরালো প্যাট কামিন্সের দল।
এডেলেড ওভালে দ্বিতীয় টেস্ট এ প্রথম ইনিংসে ভারতে ১৮০ রানে গুটিয়ে যায় । অস্টেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩৩৭ রান করে ভারত কে ১৫৭ রানের লিড দেয় ।
দ্বিতীয় দিনের শেষভাগে অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। ১০৫ রানে ৫ উইকেট হারানো ভারত প্রহর গুনছিল হারের। তৃতীয় দিনের শুরুতেই আঘাত হানেন স্টার্ক। এক প্রান্ত আগলে রেখে লড়াই করা রিশাভ পান্ট ফিরেছেন ২৮ রানে। এর পরের গল্পটা শুধুই প্যাট কামিন্সের। দুর্দান্ত এক স্পেলে তিনি তুলে নিয়েছেন ফাইফারও।
ভারতীয় ইনিংসের শেষ প্রান্তে নিতিশ রেডির ৪৭ বলে ৪২ রানের ক্যামিওতে ১৯ রানের সামান্য লিড পায় ভারত। ১৭৫ রানে থেমেছে ভারতের ইনিংস। ৫ উইকেট নিয়েছেন কামিন্স, ৩ উইকেট নিয়েছেন স্টার্ক।
১৯ রানের লক্ষ্য টার্গেটে ব্যাটিং করতে নেমে ৪ ওভারের মাঝেই জয় তুলে নিয়েছেন অজি ওপেনাররা। ৩ ওভার ২ বলেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া।
এই জয়ে সিরিজে ১-১ এ সমতা আনল অজিরা। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরা হয়েছে ট্রাভিস হেড।