ঢাকা ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। এদিন টসে হেরে আগে ব্যাটে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল। টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরু থেকেই বিপর্যয়ে বাংলাদেশ দলের ব্যাটিং। সৌম্য সরকার ছাড়া আর কোনো ব্যাটারই বলতে গেলে সেভাবে দাঁড়াতে পারেননি। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানের মাথায় আউট হন তানজিদ হাসান তামিম। ১১ বলে ৬ রানে আউট হন তানজিদ তামিম। অধিনায়ক লিটন দাস মারলেন গোল্ডেন ডাক। আকিল হোসেইনের হাতে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন লিটন।

এরপর ১১ বলে ৮ রান করে আউট হন আফিফ হোসেইন ধ্রুব। ৩০ রানে ৩ উইকেট হারিয়ে দারুণ বিপদে পড়ে বাংলাদেশ। এরপর সৌম্য সরকার এবং জাকের আলী অনিক মিলে ৫৭ রানের জুটি গড়েন। ২৭ বলে ২৭ রান করে আউট হয়ে যান জাকের আলী অনিক।

এরপর জুটি বাধেন সৌম্য সরকার এবং শেখ মেহেদী হাসান। দলীয় ৯৬ রানের মাথায় বোল্ড হয়ে যান সৌম্য সরকার। ৩২ বল খেলে সর্বোচ্চ ৪৩ রান করে তিনি বোল্ড হয়ে যান ওবেদ ম্যাকয়ের বলে।

যখন ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ছিল মাত্র ৯৫, তখন দলীয় সংগ্রহ ১৪০ পেরুবে এমন বাজি ধরার লোক ছিল কম। সেখান থেকেই বেশ একটা ঝড় তুলেছেন শামীম পাটোয়ারী। ১ বছর পর জাতীয় দলে ফিরে দারুণ এক ইনিংসই উপহার দিয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। তিন ছক্কা আর ১ চারের মার এসেছে তার ১৩ বলের ইনিংস থেকে। সঙ্গ হিসেবে পেয়েছেন শেখ মেহেদি হাসানকে।

দুজনে মিলে বাংলাদেশের স্কোর ১৪০ পার করতে সাহায্য করেছেন। শামীম যখন আউট হয়েছেন তখনো ইনিংসে বাকি এক বল। শেষ বল থেকে রিশাদ হোসেন নিলেন দুই রান। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ থেমেছে ১৪৭ রানে।

আবা/এসআর/২৪

ওয়েস্ট ইন্ডিজ,রান,লক্ষ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত