ঢাকা ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিজয়ের দিনে নারী ক্রিকেটাররাও দিলেন সুখবর

বিজয়ের দিনে নারী ক্রিকেটাররাও দিলেন সুখবর

এবার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলও জয়ের সুখবর দিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটাররা।

সোমবার (১৬ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ। কুয়ালালামপুরের বিউমাস ওভালে বৃষ্টি বাগড়ায় ১৭ ওভারে নেমে আসে ম্যাচ।

টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। সাদিয়া আক্তারের ৩১, আফিয়া আসিমার ২৫ এবং সুমাইয়া আক্তারের ২৪ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে বাংলাদেশ।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৭ ওভারে তুলে ফেলেছিল ৪৭ রান। এ সময় ২ উইকেটের পতন হয় লঙ্কান মেয়েদের। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢিমেতালে চলে রানের চাকা। এ ছাড়া নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। পরে নির্ধারিত ১৭ ওভার শেষে ৮ উইকেটে ৯৪ রান করে শ্রীলঙ্কার মেয়েরা।

অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার দুটি করে উইকেট নেন।

টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ৬ দলের এশিয়া কাপে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপের সেরা দুটি করে দল সুপার ফোরে উঠবে।

বিজয়ের দিনে এবার নারী ক্রিকেটারদের সুখবর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত