ঢাকা ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতে যা বললেন লিটন

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতে যা বললেন লিটন

৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ। প্রথমবার ২০১৮ সালে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল টাইগাররা। সিরিজটি যৌথভাবে আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র ও ওরয়স্ট ইন্ডিজ। এবার ওয়েস্ট ইন্ডিজের নিজেদের মাটিতেই এক ম্যাচ হাতে রেখে জয় ছিনিয়ে নিল তারা।

বুধবার (১৭ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের শেষ দিকে শামীম হোসেনের লড়াইয়ে ৭ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ। এই রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সম্ভাবনা দেখেননি ভক্তদের অনেকেই। তবে সবাইকে অবাক করে দিয়ে ৯ বল বাকি থাকতে ১০২ রানেই ক্যারিবীয়দের থামিয়ে দেয় বাংলাদেশ।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী মঞ্চে টাইগার অধিনায়ক লিটন দাস বলেন, এই সিরিজ জয়ে শুধু তারা নয়, পুরো বাংলাদেশই খুশি।

তিনি বলেন, আমরা এমন জয়ের দিকে তাকিয়ে ছিলাম। আমি যখন প্রথম বল খেলি, খুব কঠিন ছিল ব্যাট করা। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে।

একইসাথে এত কম রানের লক্ষ্যেও প্রতিপক্ষকে আটকে দেয়ায় বোলারদের প্রশংসাও করেন তিনি।

লিটন বলেন, ‘বোলারদের কৃতিত্ব দিতেই হয়। যখন আমরা উইকেট নিয়েছি, যেই বোলিংয়ে এসেছে উইকেট এনে দিয়েছে। এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার ছিল।’

সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৩ বলে ৩ ছক্কা আর ১ চারে ২৭ রান করা শামীম পাটোয়ারী দ্বিতীয় ম্যাচে হন ম্যাচ সেরা। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমি খুব খুশি। অনেকদিন পর জাতীয় দলে ফিরেছি। গত কয়েক মাস আমি অনেক পরিশ্রম করেছি।

ক্যারিবিয়ান,সিরিজ জয়,লিটন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত