ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জাকেরের অপরাজিত ৭২ রানে বাংলাদেশের সংগ্রহ ১৮৯

জাকেরের অপরাজিত ৭২ রানে বাংলাদেশের সংগ্রহ ১৮৯

তিন ম্যাচ সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ তৃতীয় ম্যাচে উদ্বোধনী জুটিতে পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা। চোটের কারণে ছিটকে যাওয়া সৌম্য সরকারের জায়গায় একাদশে আসেন পারভেজ হোসেন ইমন। এই ওপেনারই বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেন। যেখানে দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন জাকের আলি। তার ৪১ বলে ৭২ রানের সুবাদে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৮৯ রান।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। সৌম্য সরকারের চোটে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন ঝড় তুলেন, আর তার সঙ্গে বাজে ছন্দ কাটানোর চেষ্টা করতে থাকেন লিটন দাস। প্রথম ৪ ওভারেই আসে ৪০ রান। তবে পঞ্চম ওভারে ১৩ বলে ১৪ রান করা লিটন দুর্ভাগ্যক্রমে ফিরে যান। পরের ওভারে এক ছক্কা মারার পর বিদায় নেন ইমনও। পাওয়ার প্লেতে বাংলাদেশ ২ উইকেটে ৫৪ রান সংগ্রহ করে।

আকিল হোসেনের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ৬ ওভারে কোনো স্পিনার ব্যবহার করেনি। এরপর গুডাকেশ মোটি এসে তানজিদ হাসান তামিমকে আউট করেন, যিনি ৯ বলে ৬ রান করে সিরিজে আবারও ব্যর্থ হন। এরপর ব্যাটিংয়ে জাকের আলি অনিকের সঙ্গে গড়ে ওঠে মেহেদী হাসান মিরাজের জুটি। ৩১ বলে ৩৭ রান জুড়ে দেন তারা। মিরাজ ২০ বলে ২৭ রান করার পর ছক্কা মারতে গিয়ে আউট হন।

এরপর শামীম হোসেন পাটোয়ারি জাকেরের সঙ্গে যোগ দেন। প্রথম দুই ম্যাচে হিরো হলেও এবার ৪ বলে ২ রান করে রান আউট হন শামীম। তবে তার রানআউট নিয়ে নাটকীয়তা ঘটে, কারণ প্রথমে আম্পায়ার জাকেরকে আউট দেন, পরে চতুর্থ আম্পায়ার তাকে ফিরিয়ে নিয়ে আসেন। এরপর আবারো এক রান আউটের ঘটনা ঘটে, এইবার বিদায় নেন শেখ মেহেদী হাসান।

এরপর জাকেরকে যোগ্য সঙ্গ দিয়েছেন তানজিম সাকিব। এক চার ও এক ছক্কায় ১২ বলে ১৭ রান এসেছে তার ব্যাট থেকে।

আবা/এসআর/২৪

অপরাজিত,সংগ্রহ,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত