৯ গোলের ম্যাচে টটেমহ্যামের বিপক্ষে লিভারপুলের জয়
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক
চলতি মৌসুমে রীতিমতো উড়ছে লিভারপুল। দুর্দান্ত ফুটবল খেলে চ্যাম্পিয়নস লিগ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে আর্না স্লটের দল। এবার দর্শককে বিনোদন দেওয়া ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হটস্পারকে হতাশায় ডুবিয়ে ৬-৩ ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল।
রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে প্রথমার্ধেই তিন গোল করে লিভারপুল। আর বিরতির তিনটি। শেষ দিকে টটেনহ্যাম অল্প সময়ের ব্যবধানে দুটি গোল করলেও, হার এড়াতে পারেনি। এই জয়ে শীর্ষস্থান মজবুত করল সালাহরা।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। প্রথম ২০ মিনিটেই গোলের জন্য আটটি শট নেয় তারা। একচেটিয়া চাপ ধরে রেখেই ২৩তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের দারুণ ক্রস বক্সে পেয়ে ডাইভিং হেডে গোলটি করেন কলম্বিয়ান ফরোয়ার্ড দিয়াস।
আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে লিভারপুল প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ৩-১ গোলে। লুইস দিয়াজের গোলে এগিয়ে যাওয়া দলটি ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৪১ মিনিটে জেমস ম্যাডিসনের দূর পাল্লার গোলে ব্যবধান কমায় টটেনহাম। প্রথমার্ধের যোগ করা সময়ে দমিনিক সবোসলাইয়ের গোলে ৩-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় লিভারপুল।
পাঁচ মিনিটের মধ্যেই অবশ্য ফের দুই গোলে এগিয়ে যায় লিভারপুল। মাঝমাঠে হেডে সালাহকে বল বাড়িয়ে এগিয়ে যান সোবোসলাই, ছুটে যান সালাহও। এরপর সতীর্থের থেকে ফিরতি পাস বক্সে পেয়ে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন হাঙ্গেরির মিডফিল্ডার সোবোসলাই। এতে ৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ব্যবধান বাড়ান সালাহ। ৫৪তম মিনিটে কোডি হাকপোর গোলমুখে বাড়ানো বল ক্লিয়ার করতে পারলেন টটেনহ্যামের এক ডিফেন্ডার, আলগা বল পেয়ে কাজে লাগাতে পারলেন না সোবোসলাই, এরপর ফাঁকায় বল পেয়ে আর ভুল করেননি সালাহ।
সাত মিনিট পর দ্বিতীয় গোলও পেয়ে যান সালাহ। এই গোলেও জড়িয়ে আছে সোবোসলাইয়ের নাম। তার পাস বক্সে ফাঁকায় পেয়ে অনায়াসে জালে পাঠান মিশরের স্ট্রাইকার। ৭২তম মিনিটে দমিনিক সোলাঙ্কির একটু উঁচু করে বাড়ানো বল বক্সে পেয়ে ভলিতে জালে পাঠান দেইয়ান কুলুসেভস্কি।
তবে এই গোলের পর স্বাগতিকদের তেমন উচ্ছ্বাস ছিল না। কারণ ব্যবধান যে অনেক বড়। ৮৩তম মিনিটে ব্রেনান জনসনের হেডপাস ছয় গজ বক্সের মুখে পেয়ে হাফভলিতে ব্যবধান আরেকটু কমান ইংলিশ ফরোয়ার্ড সোলাঙ্কি।
৮৫তম মিনিটে ফের তিন গোলে এগিয়ে যায় লিভারপুল। সালাহর ছোট করে বাড়ানো থ্রু বল বক্সে ধরে নিচু শটে দূরের পোস্ট দিয়ে জাল পাঠান কলম্বিয়ান ফরোয়ার্ড দিয়াস। ফল নিয়ে অনিশ্চয়তাও তাতে শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৬-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
আবা/এসআর/২৪