ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নতুন বছরে মেসির পাঁচ চ্যালেঞ্জ 

নতুন বছরে মেসির পাঁচ চ্যালেঞ্জ 

সাফল্যে ধারা ধরে রেখে নতুন বছরটাও রাঙাতে চাইবেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। কোপা আমেরিকার শিরোপা জয়, সকার লিগের সেরা খেলোয়াড় এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে রেখে বছর শেষ করেছেন তিনি। ২০২৫ সালে মেসির সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে। তা জেনে নেয়া যাক-

১. বিশ্বকাপ বাছাইপর্বে নেতৃত্ব

২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে ছয়টি ম্যাচ খেলতে হবে মেসিকে। এই ম্যাচগুলোতে জয় নিশ্চিত করতে তার পারফরম্যান্স ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

২. লিগস কাপ শিরোপা ধরে রাখা

২০২৩ সালে ইন্টার মায়ামিকে লিগস কাপ জেতাতে মেসি বড় ভূমিকা রেখেছিলেন। নতুন বছরেও এই শিরোপা ধরে রাখা মেসি ও তার ক্লাবের জন্য বড় চ্যালেঞ্জ।

৩. ক্লাব বিশ্বকাপে সফলতা

২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির হয়ে খেলার সুযোগ পাবেন মেসি। এই শিরোপা জিততে পারলে এটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।

৪. মেজর লিগ সকার কাপ জেতা

ইন্টার মায়ামি গত বছর প্লে-অফ থেকে বাদ পড়েছিল। এবার মেসি ও তার দল এমএলএস কাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। শিরোপা জিততে হলে তাদের ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

৫. কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ জয়

এই প্রতিযোগিতায় প্রথম এমএলএস ক্লাব হিসেবে শিরোপা জেতার জন্য মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি মাঠে নামবে। ভালো পারফরম্যান্সের জন্য মেসির ফিটনেস ধরে রাখা গুরুত্বপূর্ণ।

অতিরিক্ত চ্যালেঞ্জ

মেসি বয়সে ৩৮-এ পা রাখবেন ২০২৫ সালে। বয়সের সঙ্গে তার শারীরিক সক্ষমতা বজায় রাখা এবং ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করা কঠিন হলেও, তার অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি তাকে এগিয়ে রাখবে।

নতুন বছরে মেসি তার ক্যারিয়ারের শেষ অধ্যায়টিকে কেমন করে রাঙাবেন, সেটিই এখন দেখার বিষয়।

মেসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত