ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিপিএল টিকিট কাউন্টারে দর্শকদের ভাঙচুর-আগুন

বিপিএল টিকিট কাউন্টারে দর্শকদের ভাঙচুর-আগুন

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) টিকিট কাউন্টারে আবারও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ দর্শকরা। ঘটেছে অগ্নিসংযোগের মতো ঘটনাও।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দিনের খেলা শুরুর আগেই টিকিট প্রত্যাশীরা এমন ঘটনা ঘটান।

বৃহস্পতিবার সকাল থেকেই টিকিটের জন্য মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। বেলা সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন তারা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। ধরিয়ে দেয়া হয় আগুনও। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। এরপর জায়গাটির নিয়ন্ত্রণ নেয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুরুর দিকে সবাই টিকিটের জন্যই লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু পরে যখন শুনতে পারে টিকিট সেখানে নেই তখন দর্শকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, এবারের বিপিএলের টিকিট অনলাইন থেকেই কেনা যাচ্ছে। এ ছাড়া মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট। তবে গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট ক্রয়ের ব্যবস্থা রেখেছিল বিসিবি।

বিপিএল,টিকিট কাউন্টার,ভাঙচুর,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত