ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ক্যাচ মিসের মাশুল গুনতে হয়েছে, এবং তাদের রাজশাহীর কাছে ৭ উইকেটে পরাজিত হতে হয়েছে। বিপিএলের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বাজেভাবে হারার পর, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে রাজশাহীর বিপক্ষে মাঠে নামে শাকিব খানের দল। তবে ক্যাচ মিসের কারণে নিজেদের সেরাটা দিতে পারেনি লিটন-মোস্তাফিজরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজশাহীকে ১৭৫ রানের লক্ষ্য দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। জবাবে রাজশাহী ১২ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়, যা তাদের প্রথম জয়। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী শুরুতে কিছুটা বিপদে পড়লেও ৩০ রানে ২ উইকেট হারায়। প্রথম ওভারে হারিস ৫ বল খেলে ১২ রান করে আউট হন, আরেক ওপেনার জিরান আলমও ৮ বলে শূন্য রান করে আউট হন।
তিন নম্বরে ব্যাট করতে নেমে এনামুল হক ইয়াসিরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন। এই সময় ক্যাচ মিসের সুযোগে দুজনেই জীবন পান। তবে ইয়াসির ২০ বলে ২২ রান করে আউট হন। এরপর রায়ান বার্ল এসে ব্যাট চালাতে থাকেন এবং বিজয়ের সঙ্গে জুটি গড়ে রাজশাহীকে জয়ের দিকে এগিয়ে নেন। বিজয় ৩৫ বলে ফিফটি পূর্ণ করে, যদিও নাজমুল হাসান অপু একটি ক্যাচ মিস করলে তার ইনিংস ৩০ রানে থেমে যেতে পারত।
শেষ পর্যন্ত বিজয় ৪৬ বলে ৭৩ রান এবং রায়ান বার্ল ৩৩ বলের অপরাজিত ৫৫ রানে রাজশাহীকে ১২ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় এনে দেন। ঢাকা ক্যাপিটালসের পক্ষে মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালসের শুরুটা ভালো হয়নি। দলীয় ১২ রানে ২ উইকেট হারানোর পর, লিটন ৫ বল খেলে শূন্য রান করেন এবং তানজিদ তামিম ১০ বল খেলে ৯ রান করেন। তিনে ব্যাট করতে এসে স্টিফেন এসকেনজি শাহাদাত হোসেনের সঙ্গে দলকে কিছুটা স্বাভাবিক করে তুললেও, তিনি ২৯ বলে ৪৬ রান করে আউট হন। পরবর্তীতে থিসারা পেরেরা ৯ বলে ২১ রান করে আউট হন। তবে শাহাদাত ৪১ বলে ফিফটি তুলে নিয়ে এক প্রান্ত আগলে রাখলেও ক্যাচ আউট হয়ে যান। শেষ পর্যন্ত ১৭৪ রানের লড়াকু পুঁজি নিয়ে ৯ উইকেট হারিয়ে ঢাকা ক্যাপিটালস তাদের ইনিংস শেষ করে।