ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ভারতকে ৬ উইকেটে হারিয়ে ট্রফি ঘরে তুললো অস্ট্রেলিয়া

ভারতকে ৬ উইকেটে হারিয়ে ট্রফি ঘরে তুললো অস্ট্রেলিয়া

বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে সিরিজও নিশ্চিত করে নিয়েছে অজিরা।

এই সিরিজ জয়ের মধ্য দিয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘরে তুলল তারা। এর আগে সবশেষ ২০১৪-১৫ মৌসুমে ঘরের মাঠে ৪ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর টানা ৪টি সিরিজ হারে তারা।

পার্থে এবারের সিরিজ হেরে শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট জিতে ঘুরে দাঁড়ায় তারা। এরপর ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র করে ভারত আশা বাঁচিয়ে রাখে। কিন্তু মেলবোর্ন ও সিডনিতে সফরকারীদের আর কোনো সুযোগ দেয়নি স্বাগতিকরা।

সিডনিতে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনই কোনঠাসা হয়ে পড়েছিল ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪১ রানে ৬ উইকেট হারিয়ে মাঠ ছাড়ে। আর আজ মাত্র ৯ রান যোগ করে ১৫৭ রানে গুটিয়ে যায় তারা। অজি পেসার স্কট বোল্যান্ড ৪৫ রানে নেন ৬টি উইকেট।

এরপর ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুটা করে দারুণ ভাবে। মাত্র ৩.৫ ওভারে দুই ওপেনার স্যাম কনস্টাস ও উসমান খাজা ৩৯ রান তোলেন। কনস্টাস ১৭ বলে ২২ রান করে প্রসিধ কৃষ্ণার বলে আউট হন। আর ৪৫ বলে ৪১ করে মোহাম্মদ সিরাজের শিকার হন খাজা।

তবে মাঝে মার্নাস লাবুশানে ও স্টিভেন স্মিথকে দ্রুত ফিরিয়ে সফরকারীদের কিছুটা আশা দেখান কৃষ্ণা। কিন্তু ট্রাভিস হেডের ৩৮ বলে ৩৪ ও বেউ ওয়েবস্টারের ৩৪ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসে জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৮৫ রান করেছিল ভারত। জবাবে ১৮১ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।

দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বোল্যান্ড। অন্যদিকে পাঁচ টেস্টে ৩২ উইকেট নিয়ে ভারতের বুমরাহ হয়েছেন সিরিজ সেরা।

ভারত,অস্ট্রেলিয়া,টেস্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত