আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন দীর্ঘদিন ধরে রানখরায় থাকা লিটন দাস। এমন দুসংবাদ পাওয়ার দিনই ঘরোয়া ক্রিকেটে ভিন্ন সংস্করণে বিস্ফোরক ইনিংস খেললেন ডানহাতি ব্যাটার। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে স্মরণীয় সেঞ্চুরি করেছেন তিনি।
আজ (রোববার) সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলের ম্যাচে বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকালেন ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটার। ৮ চার ৭ ছক্কায় সাজানো ইনিংসে ৪৪ বলে তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি এখন লিটনের।
বিপিএলের ইতিহাসে ঢাকার সর্বোচ্চ দলীয় রান সংগ্রহের রেকর্ড গড়ার পথে আজ তান্ডব চালিয়েছেন দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশের দলে জায়গা পাননি লিটন। সাদা বলের ক্রিকেটে তাঁর ফর্ম ভালো নয় বলেই দল থেকে বাদ দেয়া হয়েছে। এদিকে দল থেকে বাদ পড়ার ক্ষোভই যেন আজ রাজশাহীর বোলারদের উপর ঝেড়েছেন লিটন।
তিনি আজ ওপেনিংয়ে নেমে খেলেছেন ৫৫ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস। ২২৭.২৭ স্ট্রাইকরেটে ১০ চার আর ৯ ছয়ে মারকুটে এই ইনিংস খেলেন তিনি। এদিকে লিটনের মতোই আজ আগ্রাসী খেলেছেন ঢাকার আরেক ওপেনার তানজিদ তামিম। তিনিও করেছেন সেঞ্চুরি। ৬৪ বলে ১০৮ রান করে তামিম আউট হন শেষ ওভারে।
এদিকে তামিম-লিটনের জুটিও আজ গড়েছে দারুণ এক রেকর্ড। উদ্বোধনী জুটিতে এ দুজন মিলে আজ করেছেন ২৪১ রান। বিপিএলে উদ্বোধনী জুটিতে সবথেকে বেশি রান করার রেকর্ড এটিই। এমনকি বিপিএলে যে কোনো উইকেটেই সর্বোচ্চ রানের জুটির রেকর্ড এটিই।
আবা/এসআর/২৪